বিজেপি মহিলা নেত্রীকে মারধর, তৃণমূল কর্মীর বাড়িতে হামলা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বিজেপি মহিলা নেত্রীকে মারধর। পাল্টা তৃণমূল কর্মীর বাড়িতে হামলা। উত্তেজনা পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের নবীনপল্লিতে। হাসপাতালে ভর্তি রয়েছেন বিজেপি নেত্রী ঝুমা বাউড়ি। তৃণমূল কর্মীর বাড়ি ও বাইক ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। বিজেপি অশান্তি তৈরির চেষ্টা করছে, অভিযোগ তৃণমূলের। পাল্টা শাসক দলকে হুঁশিয়ারি দিয়েছে বিজেপি।
জানা গিয়েছে, বিজেপির বুথ সম্পাদিকা ঝুমা বাউড়িকে বুধবার রাতে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে। জখম হয়ে তিনি ভর্তি আছেন দুর্গাপুর মহকুমা হাসপাতালে। পাল্টা বিজেপি কর্মীরা এক তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। বৃহস্পতিবার দুই পক্ষই নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ করতে গেলে শাসক-বিরোধী স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
অশান্তির শুরু বুধবার রাতে। পাড়ার বিবাদ থেকে বিষয়টি শুরু হয়। ক্রমশ তা চরম আকার ধারণ করে। অভিযোগ, প্রথমে বিজেপি নেত্রীকে মারধর করা হয়। এরপরেই হামলা হয় এক তৃণমূল কর্মীর বাড়িতে। রাজনৈতিক তরজা শুরু হয়েছে গোটা ঘটনায়। দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন তৃণমূল কাউন্সিলার দেবব্রত সাঁই বলেন, “পাড়ার একটা বিবাদকে বিজেপি অহেতুক রাজনীতির রং দিচ্ছে। এটা অনুচিত। পুলিশকে বলা হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য।” অন্যদিকে, বিজেপির ৩ নম্বর মন্ডলের সভাপতি বুদ্ধদেব মন্ডলের অভিযোগ, বিধানসভা নির্বাচনে হার নিশ্চিত বুঝে তৃণমূল পায়ে পা লাগিয়ে অশান্তি লাগানোর চেষ্টা করছে। ( বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

