দুর্গাপুর দর্পণ, ১ মে ২০২৪: বলরাম লোহার কাঁকসা মাধব মাঠ এলাকার বাসিন্দা। ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। নাবালিকা নির্যাতনের অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ। দিলীপ ঘোষের একাধিক অনুষ্ঠানে তাকে দেখা গিয়েছে। লোকসভা নির্বাচনের মুখে বিজেপি কর্মীর এই গ্রেফতারে অস্বস্তিতে পদ্ম শিবির।
কাঁকসা থানার মাধব মঠের একটি বাড়িতে ঢুকে নাবালিকার উপর সে শারীরিক নির্যাতন চালায় বলে অভিযোগ। লিখিত অভিযোগের ভিত্তিতে বুধবার অভিযুক্তকে গ্রেফতার করে কাঁকসা থানার পুলিশ। দুর্গাপুর আদালতে তোলা হলে ১দিনের জেল হাজতের নির্দেশ দেন আদালতের বিচারক। নির্যাতিতার মায়ের অভিযোগ, গভীর রাতে ওই বিজেপি কর্মী তাদের বাড়ির ভেতরে ঢুকে তার মেয়ের উপর অত্যাচার করে। কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং মেয়ের শারীরিক পরীক্ষাও করিয়েছে । শাস্তির দাবি করেছেন তিনি।
বিজেপিকে কটাক্ষ করে কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য বলেন, “এসব বিজেপির কালচার। বিভিন্ন প্রান্তে নারীদের উপর অত্যাচার আর সন্ত্রাসমূলক কাজের সাথে যুক্ত ওরা। নাবালিকাকে নির্যাতন করে এখন শ্রীঘরে ঢুকেছে বিজেপির কর্মী।” যদিও জেলা বিজেপি নেতৃত্বের সাফাই, তাদের কর্মীরা এইসব কাজের সাথে যুক্ত নয়। মিথ্যা কেস দিয়ে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ বিজেপির।