বালি, পাথর পাচার ‘দুর্নীতি’তে যুক্ত জেলা সভাপতি, অভিযোগে বীরভূমে বিক্ষোভ বিজেপি কর্মীদের

দুর্গাপুর দর্পণ, বীরভূম, ২৯ আগস্ট ২০২৩: জেলা সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিজেপির (BJP) নেতাকর্মীদের একাংশ সোমবার সকালে বীরভূমের (Birbhum) সিউড়ি জেলা কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান। তাঁরা ব্যানার, প্লাকার্ডে জেলা সভাপতি ধ্রুব সাহা ও রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের ছবির উপর লাল কালি দিয়ে ঢ্যাঁড়া চিহ্ন কেটে দেন।
বিক্ষোভকারীদের দাবি, জেলা সভাপতির পদ থেকে ধ্রুব সাহাকে সরাতে হবে। দলের পুরনো কর্মীদের দায়িত্ব দিয়ে ফের সংগঠনে ফেরাতে হবে। ধ্রুব সাহা ও তাঁর দেহ রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, বালি, পাথর পাচারের টাকা দলের চাঁদার নামে তুলে জেলা সভাপতি আত্মসাৎ করছেন। বিক্ষুব্ধরা দুর্নীতির প্রমাণ স্বরূপ বেশকিছু কাগজপত্র উপস্থিত রাজ্য নেতৃত্বের হাতে তুলে দেন। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ধ্রুব সাহা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।