দুর্গাপুর, ৬ মে ২০২৪: দিলীপ ঘোষের হয়ে দুর্গাপুরে প্রচার এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সভায় ভিড় ছিল চোখে পড়ার মত। সভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আবেদন আপনারা ৩০ টি আসন দেবেন তো। এতদিন বিজেপি নেতৃত্বের মুখে বাংলায় ৩৫ টি আসনের কথা শোনা গেলেও এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে উঠে এল ৩০ টি আসনের কথা। ভোট আসতেই কী আত্মবিশ্বাস কমেছে, প্রশ্ন বিরোধীদের।
এদিন সকালে দুর্গাপুরের বেসরকারি হোটেল থেকে সড়কপথে অ্যালয় স্টিল স্টেডিয়ামে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেইখানে হেলিকপ্টারে করে কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা দেন। এবং সেখানে রোড শো শেষ করে পুনরায় দুর্গাপুরে ফিরে আসেন। দুর্গাপুরে জনসভায় যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল এলাকা। সভায় অমিত শাহ বলেন, গতবার আপনারা রাজ্যে ১৮ টি আসন দিয়েছিলেন। এবার ৩০ টি আসন দেবেন তো।
এদিন সভায় তিনি বলেন, দ্বিতীয়বারে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেই ২০১৯ সালে ৩৭০ ধারা সমাপ্ত করে দেখিয়েছেন। নরেন্দ্র মোদী দেশ জুড়ে আতঙ্কবাদীদের দমন করছেন। পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে সন্ত্রাসবাদীরা যারা এদেশে ঢুকে পড়ছে তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলওয়ামায় সেনা জওয়ানদের ওপর হামলার ঘটনায় দশ দিনের মধ্যে সার্জিক্যাল স্ট্রাইক করে নরেন্দ্র মোদি পাকিস্তানের সন্ত্রাসবাদীদের দমন করেছিলেন। প্রতিমাসে ৮ কিলো চাল আর ৫ কিলো গম দেওয়া হচ্ছে সেটা দিদি দেন না, দেন প্রধানমন্ত্রী। ১২ কোটি শৌচালয়, আবাস যোজনায় ঘর, বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা করেছেন নরেন্দ্র মোদি।