দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৪ আগস্ট ২০২৪: আলু, পেঁয়াজ, সবজির মূল্যবৃদ্ধির প্রতিবাদে রবিবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে অভিনব মিছিল করল বিজেপি। সকাল ১১টায় মুচিপাড়া বাজারে সবজির মালা পরে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে খাব কী স্লোগান দিয়ে মিছিল করেন দলের কর্মীরা। বাজারে ক্রেতা এবং বিক্রেতাদের অনেকে তাঁদের সমর্থন জানান।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
দলের সুশাসন বিভাগের অমিতাভ ব্যানার্জি, সুনীল সিং, মন্ডল সভাপতি রূপম লাহা, জেলা সহ সভাপতি চন্দ্রশেখর ব্যানার্জি, দলের নেতা তরুণ দাস সহ ২০০ এর বেশি বিজেপি কর্মী মিছিলে অংশগ্রহণ করেন। নেতারা দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে বক্তব্য রাখেন ও রাজ্য সরকারকে দৃঢ় পদক্ষেপ নিতে আর্জি জানান। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।