September 28, 2023

মুরারই স্টেশনে অবরোধ, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে বন্দে ভারত

দুর্গাপুর দর্পণ, সিউড়ি, ৬ আগস্ট ২০২৩: ট্রেনের স্টপেজ-সহ মুরারই নাগরিক মঞ্চের মোট ১৬ দফা দাবির জেরে বিক্ষোভ বীরভূমের (Birbhum) মুরারইতে। এর জেরে নলহাটি স্টেশনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। ব্যাহত হয় লোকাল ট্রেন চলাচলও। চূড়ান্ত দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। রবিবার সকাল সাতটা থেকে মুরারই স্টেশনে শুরু হয় অবরোধ। স্টেশন মাস্টারকে ঘর থেকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

নাগরিক মঞ্চের দাবি, ৬ জোড়া বাতিল অথবা স্টপেজ তুলে নেওয়া ট্রেন আবার চালু করতে হবে। এক ঘণ্টা অন্তর আপ ও ডাউনে মেমু ট্রেন চালু করতে হবে। বিভিন্ন এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দিতে হবে। আপ ট্রেন ১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড় করাতে হবে। বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনটিকে পাকুড় স্টেশন পর্যন্ত চালাতে হবে। কোচ পজিশন বোর্ড লাগাতে হবে প্রভৃতি দাবিতে এদিন বিক্ষোভ হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

 

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: