প্রয়াত কংগ্রেস নেতার স্মরণে দুর্গাপুরে রক্তদান শিবির

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৪ জুন ২০২৩: কংগ্রেসের প্রয়াত কাউন্সিলর তথা আইএনটিইউসি নেতা বংশী বদন কর্মকারের স্মরণে রবিবার দুর্গাপুরে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বিধাননগর হাউসিং কলোনির ইন্দিরা-রাজীব মঞ্চ প্রাঙ্গনে ভ্রাম্যমাণ বাসে আয়োজিত শিবিরে ১জন মহিলা সহ মোট ১৩ জন রক্তদান করেন। দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের স্বেচ্ছাসেবীরা শিবির পরিচালনায় সাহায্য করেন। দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করে।
শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য রক্তদান আন্দোলনের নেতৃত্ব কবি ঘোষ, চিকিৎসক ডাঃ দেবযানী বসু, জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী, কংগ্রেস নেতা সুদেব রায়, অশোক শাসমল, সুদীপ্ত কর্মকার প্রমুখ। শিবির শুরুর আগে প্রয়াত নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।