
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৭ মার্চ ২০২৪: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর থানার প্রয়াত প্রাক্তন অফিসার ইনচার্জ এবং সাইবার সেলের দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক সুজিত মুখার্জির স্মৃতিতে দুর্গাপুরের উদয়নগরে শনিবার রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উদয়নগর রিক্রিয়েশন ক্লাব, উদয়নগর দুর্গাপুজো মহিলা কমিটি ও উদয়নগর উন্নয়ন সমিতির যৌথ উদ্যোগে এবং দুর্গাপুর মহকুমা ভলানটারি ব্লাড ডোনার্স ফোরাম-এর সহযোগিতায় ভ্রাম্যমান বাসে আয়োজিত শিবিরে ১৩ জন মহিলা সহ ৩৩ জন রক্তদান করেন।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 0343-2538468 )
শিবিরে উপস্থিত ছিলেন পুর প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়, প্রশাসকমন্ডলীর সদস্য রাখি তিওয়ারি, ধর্মেন্দ্র যাদব, প্রয়াত সুজিত মুখার্জির ভাই পুলিশ আধিকারিক বিশ্বজিৎ মুখার্জি, চিকিৎসক আত্রেয়ী ব্যানার্জি, রক্তদান আন্দোলনের নেতৃত্ব কবি ঘোষ ও সুলতা দাস, ক্লাব সম্পাদক সত্যেন যাদব, ক্লাব সভাপতি জয়ন্ত সরকার প্রমুখ। শিবির শুরুর আগে প্রয়াত পুলিশ আধিকারিকের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।