দুর্গাপুর দর্পণ, ২২ জুন ২০২৪: শনিবার পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে রক্তদান শিবির আয়োজনের উদ্যোগ নেয় তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। রক্ত দিলেন অন্তত ১০০ জন। গ্রীষ্মে রক্তের সংকট লেগেই থাকে। রক্ত যোগাড় করতে হিমশিম খেতে হয় রোগীর আত্মীয় পরিজনদের। তা দূর করার জন্য দুর্গাপুরের সগড়ভাঙা সংলগ্ন বেসরকারি কারখানার তৃণমূল শ্রমিক সংগঠনের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে ওই কারখানার ১০০ জন শ্রমিক রক্তদান করেন।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
দুর্গাপুর মহকুমা ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স ফোরাম ও মিশন হাসপাতালের সহযোগিতায় এই রক্তদান শিবিরটি হয়। দুর্গাপুর মহকুমা হাসপাতাল এবং মিশন হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করে। এলাকার বহু তৃণমূল নেতৃত্ব উপস্থিতি ছিলেন। শিবিরের উদ্যোক্তা রানা ঘোষ বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য সাথী কার্ড চালু করেছিলেন। সেই স্বাস্থ্য সাথীর কার্ড এর মাধ্যমে সকলেই বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন। কিন্তু বহু হাসপাতালে রক্তের সংকট দেখা দিচ্ছে। সেই রক্তের সংকট নিরসনের লক্ষ্যেই আমাদের এই রক্তদান শিবির।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।