আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন আপডেট পাওয়ার জন্য।
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুরঃ রক্তবন্ধু বাপি সামন্ত তাঁর প্রথম বিবাহ বার্ষিকী উদযাপন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করেন দুর্গাপুরের ফরিদপুরে। সস্ত্রীক বাপি সহ মোট ১৪ জন রক্তদান করেন। দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর সহ সাধারণ সম্পাদক রাজেশ পালিত রক্তদাতাদের শুভেচ্ছা জানান।
এদিনের দ্বিতীয় শিবির আয়োজিত হয় খয়রাসোল ইন্ডাস্ট্রিয়াল সাপ্লায়ার অ্যাসোসিয়েশন এর উদ্যোগে। শিবিরে রক্তদান করেন ২৪ জন। উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল, মেয়র পারিষদ (শিক্ষা) অঙ্কিতা চৌধুরী, ক্রীড়া সংগঠক সন্দীপ মজুমদার সহ অন্যান্যরা। দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর পক্ষে রঞ্জন ব্যানার্জি রক্তদাতাদের শুভেচ্ছা জানান।
চার মাসের বাচ্চার জন্য জরুরি ভিত্তিতে ন্যানো রক্তদান শিবির দুর্গাপুরে