দুর্গাপুর: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টাফ অ্যাসোসিয়েশন এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পেনশনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় শনিবার। বিশ্ব এডস দিবস উপলক্ষে সুহট্ট মলে ব্যাঙ্কের প্রশাসনিক কার্য্যালয়ে দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এদিনের শিবিরের আয়োজন করা হয়।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
বেঙ্গল সার্কেলের জেনারেল ম্যানেজার নন্দ কিশোর সিং (নেটওয়ার্ক ৩), দুর্গাপুর মডিউলের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রশান্ত সিং, রিজিওনাল ম্যানেজার দুর্গাপুর (রিজিয়ন ৪) গাছের চারায় জল দিয়ে ও ফিতে কেটে শিবিরের সূচনা করেন। উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় প্রমুখ। শিবিরে ৬জন মহিলা সহ মোট ৭৮ জন রক্তদান করেন। দুর্গাপুর মহকুমা হাসপাতাল ২৭ ইউনিট, মিশন হাসপাতাল ২৮ইউনিট এবং হেলথ ওয়ার্ল্ড হাসপাতাল ব্লাড সেন্টার ২২ ইউনিট রক্ত সংগ্রহ করে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।