দুর্গাপুর, ৮ মে ২০২৪: ৮ মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। এদিন ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। দিনটি উপলক্ষে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে একটি শপিং মল ও ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির যৌথ প্রয়াসে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। মলের কর্মীরা রক্তদান করেন। ১০জন মহিলা সহ মোট ৬৪ জন রক্তদান করেন। দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের স্বেচ্ছাসেবীরা শিবির পরিচালনায় সাহায্য করেন।
দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করে। উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির সাধারণ সম্পাদক কবি ঘোষ, দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টারের ইনচার্জ ডাঃ করবী কুন্ডু, চিকিৎসক ডাঃ সোমা রায়, অধ্যাপিকা ভাস্বতী রায়, আইনজীবী আয়ূব আনসারী প্রমুখ। শিবির শুরুর পূর্বে বিশ্বকবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।