Durgapur: কমলদার চায়ের দোকানে রক্তদান শিবির

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৮ সেপ্টেম্বর ২০২৩: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরেরর ২৬ নম্বর ওয়ার্ডের এবিএল মোড়ে শুক্রবার সন্ধ্যায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উদ্যোক্তা কোনও ক্লাব বা সংগঠন বা কোনও রাজনৈতিক দল নয়। রক্তের সংকট মেটাতে কমলদার চায়ের দোকানে চায়ের আড্ডাতেই ঠিক হল রক্তদান শিবির করতে হবে। সেই অনুযায়ী এদিন রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রায় ৩০ জন রক্তদান করেন বলে উদ্যোক্তাদের তরফে দিব্যেন্দু ব্যানার্জি জানান। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।