দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৬ মার্চ ২০২৪: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের রক্তদান আন্দোলনের অন্যতম জুটি সুমন চ্যাটার্জি ও মৌসুমী চ্যাটার্জির ২৯ তম বিবাহ বার্ষিকী উদযাপন উপলক্ষে মঙ্গলবার দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টারে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ৩ জন মহিলা সহ মোট ১৪ জন রক্তদান করেন।
সুমন ও মৌসুমী চ্যাটার্জি দুজনে পাশাপাশি বেডে রক্তদান করেন। এই শিবিরে রক্তদান আন্দোলনের নেতৃত্ব শ্যামল ভট্টাচার্য তার ৫০ তম রক্তদান করেন। বাপ্পা সরকার তাঁর ৩১ তম রক্তদান করেন। চ্যাটার্জি পরিবারের আত্মীয় পরিজন, বন্ধুরা ও প্রতিবেশীরাও রক্তদান করেন। প্রসঙ্গত, ২৫ তম বর্ষপূর্তি থেকে ওই দম্পতি প্রতি বছর বিবাহ বার্ষিকী উদযাপনে রক্তদান শিবিরের আয়োজন করে আসছে।
দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করে। দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের টিম সম্পর্ক এর স্বেচ্ছাসেবীরা শিবির পরিচালনায় সাহায্য করেন। শিবিরের উদ্বোধন করেন রাজ্যের রক্তদান আন্দোলনের নেতৃত্ব কবি ঘোষ। উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক ডাঃ ইন্দ্রজিৎ মাজি, পশ্চিম বর্ধমান জেলা ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির নেতৃত্ব অরবিন্দ মাজি, সমাজসেবী সৌমেন চক্রবর্তী, দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এন্ড কালচারাল ক্লাবস কোঅর্ডিনেশন সোসাইটির মৃত্যুঞ্জয় সামন্ত, সুদীপ দাস প্রমুখ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।