বিয়ে সেরে ফেরার পথে ডুবে গেল বরযাত্রী বোঝাই নৌকো, মৃত শতাধিক

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৪ জুন ২০২৩: বিয়ে সেরে ফেরার পথে ডুবে গেল বরযাত্রী বোঝাই নৌকো। মৃত শতাধিক। অধিকাংশই বরযাত্রী। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে নাইজেরিয়ায় (Nigeria) কাওয়ারায়। প্রাথমিক ভাবে ১০৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। উদ্ধার করা হয়েছে আরও ১০০ জনকে। কেন এই নৌকাডুবি? নৌকায় অতিরিক্ত যাত্রী উঠেছিলেন না কি বর্ষায় অতিরিক্ত বৃষ্টিপাতের জের, কারণ জানার শুরু হয়েছে তদন্ত। উদ্ধারকাজ এখনও চলছে।