বুধবার রাতে বীরভানপুর শ্মশানে দাহ করা হল মন্দারমনিতে ডুবে মৃত তিন যুবকের দেহ
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৮ জুলাই ২০২৪: রবিবার রাতে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুর থেকে ৬ বন্ধু গিয়েছিল মন্দারমনিতে। মঙ্গলবার সকালে সমুদ্রে তলিয়ে গিয়ে মৃত্যু হয় তিন যুবকের। বুধবার তাদের দেহ নিয়ে আসা হয় দুর্গাপুরে। রাতেই বীরভানপুর শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়। রবিবার রাতে ৬ বন্ধু মন্দারমনি বেরিয়া যায়। সোমবার সকালে মন্দারমনি পৌঁছায়। মঙ্গলবার ফেরার কথা ছিল। তার আগে সকালে সমুদ্রে স্নান করতে নামে তারা। তখন তলিয়ে যায় ৩ বন্ধু। সঙ্গে সঙ্গেই তাঁদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন নুলিয়ারা। আসে পুলিশ। কিছুক্ষণের মধ্যেই দুই জনের দেহ উদ্ধার হয়। স্পিডবোট নামিয়ে তল্লাশি চালিয়ে তৃতীয় জনের দেহ উদ্ধার হয়।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
পুলিশ সূত্রে জানা যায়, মৃত সমর চক্রবর্তীর (৩৫) বাড়ি দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের এসএন বোস এলাকায়, কৌশিক মণ্ডলের (৩২) বাড়ি ভিরিঙ্গি ধর্মরাজতলা এলাকায় এবং ঋত্বিক বড়াইের বাড়ি বেনাচিতির কাইজার লেনে। সমর চক্রবর্তী ও কৌশিক মণ্ডল বেসরকারি কোম্পানিতে চাকরি করত। বুধবার রাতে অ্যাম্বুলেন্সে করে তিনজনের দেহ নিয়ে আসা হয় দুর্গাপুরে। মৃতদেহ আসতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। শোকের ছায়া নেমে আসে এলাকায়। (The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )