Durgapur News: দামোদরে তলিয়ে যাওয়া দুই ছাত্রের দেহ উদ্ধার, খোঁজ চলছে আরও একজনের

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৮ জুন ২০২৩: স্কুল পালিয়ে দামোদরে স্নান করতে নেমে তলিয়ে যায় দশম শ্রেণীর তিন ছাত্র। মঙ্গলবার দুপুর আড়াইটা নাগাদ মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর ব্যারাজে (Durgapur Barrage)। খবর পেয়েই ছুটে আসে বাঁকুড়ার (Bankura) বড়জোড়া থানার পুলিশ। আসে বিপর্যয় মোকাবিলা দল।
স্পিড বোট নিয়ে তল্লাশি শুরু হয়। তবে রাতে আর কোনও খোঁজ মেলেনি। তবে বুধবার সকাল থেকে কয়েক ঘন্টার ব্যবধানে দুটি দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, তলিয়ে যাওয়া তিন ছাত্র সৌম্যজিৎ সাহা, শুভজিৎ নস্কর ও ভিকি শীল। স্কুল যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে ৮ বন্ধু মিলে ব্যারাজে যায়। বাঁকুড়ার বড়জোড়ার দিকে দামোদরে নামে তারা।
এরপর একজন স্নান করতে নেমে তলিয়ে যেতে থাকে। তা দেখে অন্য একজন জলে নামে। সেও তলিয়ে যাচ্ছে দেখে তৃতীয় জন জলে নামে। এভাবেই তিনজন তলিয়ে যায়। বুধবার প্রথমে উদ্ধার হয় সৌম্যজিতের দেহ। বেশ কিছুক্ষণ পরে পাওয়া যায় শুভজিৎ এর দেহ। ভিকির খোঁজে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দফতরের উদ্ধারকারী দল।