সহপাঠীর হাতে খুন দ্বাদশ শ্রেণীর ছাত্র? জামুড়িয়ায় গ্রেফতার ১

দুর্গাপুর দর্পণ, আসানসোল, ৩০ জুলাই ২০২৩: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) জামুড়িয়ায় দ্বাদশ শ্রেণীর ছাত্রের রক্তাক্ত দেহ উদ্ধার। ঘটনায় গ্রেফতার করা হয়েছে তার এক সহপাঠীকে। মৃতের পরিবারের দাবি, তার সঙ্গে আরও কয়েকজন এই ঘটনায় জড়িত। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ধৃতকে ঘটনাস্থলে নিয়ে গিয়েছিল পুলিশ। ঘটনার পুনর্নিমাণ করে পুলিশ।
জানা গিয়েছে, মৃতের নাম আনন্দ কেশরী ওরফে বান্টি (১৮)। বাড়ি জামুড়িয়ার হাটতলা। বর্তমানে থাকত বোরিং ডাঙ্গা অঞ্চলে। বাবা নেই। নিজে ফেরি করে সংসারে অর্থ সাহায্য করত। শনিবার রাত ৯টা নাগাদ বিশেষ দরকার আছে বলে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপরে আর ফেরেনি। খোঁজাখুঁজি করেও লাভ হয়নি। পরে জানা যায়, নন্ডি জোড়া পুকুর এলাকার শ্মশান সংলগ্ন মাঠে বান্টির রক্তাক্ত, ক্ষত বিক্ষত দেহ পড়ে আছে।
মৃতের পরিজন ও স্থানীয় বাসিন্দারা থানায় গিয়ে দাবি করেন, এই ঘটনায় বান্টির সহপাঠীরা জড়িত। পুলিশ একজনকে আটক করে জেরা করার পরেই খুনের ঘটনায় তার যোগ নিশ্চিত হয়। পুলিশ তাকে গ্রেফতার করে। কী কারণে তাকে খুন করা হয়েছে, তার তদন্ত শুরু করেছে পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।