September 29, 2023

পঞ্চায়েত ভোটের মুখে উদ্ধার বিজেপি কর্মীর থেঁতলানো দেহ

murder male

দুর্গাপুর দর্পণ, পুরুলিয়া, ৩ জুলাই ২০২৩: পঞ্চায়েত নির্বাচনের (WB Panchayat Vote 2023) আগে পুরুলিয়ায় (Purulia) নির্বাচনী প্রচারে বেরিয়ে নিখোঁজ হওয়া বিজেপি (BJP) কর্মীর থেঁতলানো দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য। মৃতের নাম বঙ্কিম হাঁসদা (৪৮) । বোরো থানার কেন্দডি গ্রামের বাসিন্দা। বিজেপির ১০২ নম্বর বুথের সাধারণ সম্পাদক ছিলেন।

রবিবার সকালে নির্বাচনী প্রচারে বেরিয়ে ওই বিজেপি কর্মী নিখোঁজ হয়ে যান। সোমবার সকালে কেন্দডি থেকে ঝরিয়াডি গ্রামের একটি জোড় যাওয়ার রাস্তার উপর বঙ্কিমের থেঁতলানো দেহ দেখতে পান স্থানীয়রা। এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। বিজেপির দাবি, তাঁকে খুন করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: