দুর্গাপুর দর্পণ, বুদবুদ, ১৫ মার্চ ২০২৪: প্লাস্টিকে মোড়া সন্দেহজনক কিছু পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পুলিশ গিয়ে প্লাস্টিক সরিয়ে দেখে এক যুবতীর দেহ। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। শুক্রবার সকালে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) বুদবুদের কোটা এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কের পাশ থেকে উদ্ধার হয় প্লাস্টিক ঢাকা যুবতীর দেহ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, শ্বাসরোধ করে খুন করা হয়েছে যুবতীকে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এসিপি (কাঁকসা) সুমন কুমার জয়সওয়াল, বুদপুর থানার ওসি মনোজিৎ ধারা। এসিপি জানান, মৃত যুবতীর বয়স আনুমানিক ২৮-৩০ বছর। গলায় শ্বাসরোধ করার চিহ্ন রয়েছে। বাইরে থেকে খুন করে জাতীয় সড়কের ধারে ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মৃত যুবতীর নাম, পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
এদিকে স্থানীয়দের দাবি, লোকসভা নির্বাচনের প্রাক্কালে এলাকায় এলাকায় চলছে নাকা চেকিং। বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীর টহলদারিও চলছে। এমন পরিস্থিতিতে এভাবে জাতীয় সড়কের ধারে দেহ ফেলে যাওয়ার ঘটনা ঘটে থাকলে তা চরম দুশ্চিন্তার। তাঁদের বক্তব্য, নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা। পুলিশ জানিয়েছে, নজরদারি বাড়ানো হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।