
দুর্গাপুর: বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের বীরভানপুরের দামোদরের বিসর্জন ঘাটের অদূরে ভেসে ওঠে এক ব্যক্তির দেহ। স্থানীয়দের কাছে খবর পেয়ে দেহ উদ্ধার করে বড়জোড়া থানার পুলিশ। স্থানীয়রা কেউ তাঁর পরিচয় জানাতে পারেননি। পরে পুলিশ খোঁজখবর নিয়ে জানতে পারে, মৃতের নাম সিদ্ধার্থ ওরফে লক্ষ্মণ মুখোপাধ্যায় (৫৫)। বাড়ি দুর্গাপুরের স্টিল টাউনশিপের তানসেন রোড এলাকায়। বেনাচিতির একটি প্রসিদ্ধ সোনার দোকানের ম্যানেজার ছিলেন।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকালে নিজের মোবাইল ফোনটি বাড়িতে রেখে তিনি বেরিয়ে যান। রাতে বাড়ি না ফেলায় পরিবারের তরফে বি জোন ফাঁড়িতে বিষয়টি জানানো হয়। বৃহস্পতিবার দেহ উদ্ধারের পরে পুলিশ পরিচয় জানার পরে পরিবারকে খবর দেয়। সোনার দোকানের কর্ণধার চন্দন দাস জানান, লক্ষ্মণবাবু দীর্ঘদিন ধরে দোকানের ম্যানেজার ছিলেন। আত্মহত্যা, খুন, না কি দুর্ঘটনা তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তিনি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে সব পরিস্কার হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
