বদ্রীনাথে দুর্গাপুরের যুবকের রহস্য মৃত্যু, পাইন গাছে ঝুলন্ত দেহ উদ্ধার

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল উত্তরাখণ্ডের বদ্রীনাথে। পাইন গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত যুবকের নাম প্রীতম মজুমদার (২৭)। ডিএসপি টাউনশিপের বি-জোনের এডিসন রোডে মামা বাড়িতে থাকতেন। মঙ্গলবার বদ্রীনাথের কাছে কাঞ্চনানালায় গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তার দেহ। পুলিশ সেখান থেকে তার জামাকাপড়, কাগজপত্র, মোবাইল সহ একটি ব্যাগ উদ্ধার করেছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি আত্মহত্যার ঘটনা। তবে বাড়ি থেকে এত দূরে এসে তিনি আত্মঘাতী হবেন সেটা ভাবাচ্ছে তদন্তকারীদের। তাই ঘটনার পিছনে অন্য কিছু রয়েছে কী না তা খতিয়ে দেখছে পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, সিটি সেন্টারে একটি সংস্থায় শেয়ার ট্রেডিং এর কাজ করত। ৪ মে চাকরির বিষয়ে কথা বলতে কলকাতা যাবে বলে বেরিয়েছিল প্রীতম। ১১ মে শেষবার কথা হয় মামার সঙ্গে। তারপর থেকে আর যোগাযোগ হয়নি।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
মঙ্গলবার উত্তরাখণ্ড পুলিশের কাছ থেকে খবর আছে প্রীতমের মৃত্যুর খবর পায় পরিবার। মামা অতনু দাস বলেন, “আমাদের কাছেই থাকতো প্রীতম। ৪ মে চাকরির বিষয়ে কথা বলতে কলকাতা যাচ্ছে বলে বেরিয়ে যায়। মঙ্গলবার উত্তরাখণ্ডের যোশীমঠের পুলিশ ওর দেহ উদ্ধারের খবর দেয়। আমি যোশীমঠ যাচ্ছি। সেখানে গেলে অনেক কিছু পরিস্কার হবে।” (BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)

