দুর্গাপুর দর্পণ, অন্ডাল, ২৩ জানুয়ারি ২০২৪: ইসিএল কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার হল পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) অন্ডালের উখড়ায়। রবিবার থেকে নিখোঁজ ছিলেন তিনি। দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার ডিউটি থেকে ঘরে ফিরে আসার পরে ফের বেরিয়েছিলেন বছর ৫৯ এর ইসিএলের বাঁকোলা এরিয়ার শ্যামসুন্দরপুর কোলিয়ারির ওই কর্মী। আজ সকালে কাঠ কুড়োতে গিয়ে স্থানীয়রা দেখেন, জঙ্গল সংলগ্ন শ্মশানের সামনে একটি দেহ পড়ে রয়েছে। থানায় খবর দেওয়া হয়।
পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। মৃত ইসিএল কর্মীর মুখে আঘাতের চিহ্ন রয়েছে। হাত দুটি বাঁধা ছিল। পরিবারের দাবি, তাঁকে খুন করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।