September 28, 2023

ভোট গণনার দিনে নিখোঁজ তৃণমূল কর্মীর দেহ মিলল জাতীয় সড়কের পাশের জঙ্গলে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৭ জুলাই ২০২৩: ভোট গণনার দিনে নিখোঁজ তৃণমূল (TMC) কর্মীর দেহ মিলল জাতীয় সড়কের পাশের জঙ্গলে। সেদিন পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) গলসি ব্লকের পুরশা গ্রামের বাসিন্দা তৃণমূল কর্মী চাঁদু বাউড়ি দলের আরও অনেকের সঙ্গে বুদবুদ মহাকালী স্কুলের গণনাকেন্দ্রে গিয়েছিল। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি।

সোমবার সকালে তার দেহ পাওয়া গেল ১৯নম্বর জাতীয় সড়কের ধারে পথের সাথীর পাশের জঙ্গল থেকে। দুর্গন্ধ পেয়ে এলাকার বাসিন্দারা খোঁজ নিতে শুরু করেন। এরপর তাঁরা দেহটি দেখতে পান এবং বুদবুদ থানায় খবর দেন। পুলিশ দেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

গলসি ব্লকের তৃণমূল সভাপতি জনার্দন চ্যাটার্জি জানিয়েছেন, চাঁদু বাউড়ি তাঁদের দলের কর্মী। কীভাবে সে নিখোঁজ হয়ে গেল তার তদন্ত দাবি করেছেন তিনি। একই সঙ্গে চাঁদুর এমন পরিণতির জন্য কে বা কারা দায়ী তা খুঁজে বের করার দাবি জানিয়েছেন তিনি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: