দুর্গাপুর দর্পণ, কাঁকসা, ৭ জুলাই ২০২৪: ব্যাঙ্গালুরুর নার্সিং কলেজের হস্টেলে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে এক ছাত্রীর। তার বাড়ি পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের কাঁকসার গোপালপুরে। ছাত্রীর নাম দিয়া মন্ডল। দ্বিতীয় বর্ষের নার্সিংয়ের ছাত্রী ছিল সে। ব্যাঙ্গালুরুর মাদার টেরেসা গ্রুপ অফ ইনস্টিটিউশন থেকে নার্সিং নিয়ে পড়াশোনা করছিল সে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় ফোনে কথা হয় তার মায়ের সঙ্গে। আধঘন্টার মধ্যে ব্যাঙ্গালুরু থেকে ফোন করে দিয়ার এক বন্ধু জানায়, দিয়া মারা গিয়েছে। কিভাবে এই ঘটনা ঘটল বুঝে উঠতে পারছে না পরিবার। এলাকাবাসী জানান, দিয়া শান্ত, ভদ্র এবং মেধাবী ছাত্রী ছিল। মামার মেয়ের বিয়ে ২৭ নভেম্বর। পরীক্ষা দিয়ে সেই সময় বাড়ি আসার কথা ছিল বলে জানান তাঁর মা।
নার্সিংয়ের ওই ছাত্রী আত্মঘাতী হয়েছে না এর পিছনে অন্য কিছু রয়েছে, তা নিয়ে ধন্দে রয়েছে পরিবার। ঘটনার উপযুক্ত তদন্তের আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে। দিয়ার মা জানান, তাঁর মেয়ে আত্মহত্যা করতে পারে না। আউশগ্রামের ছোড়া এলাকার এক ছাত্র ব্যাঙ্গালুরুতেই অন্য একটি কলেজে পড়াশোনা করে। সে দিয়াকে বিরক্ত করত বলে পরিবারের দাবি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।