সনাতন গড়াই, কাঁকসা: ধানজমি থেকে উদ্ধার নিখোঁজ ভাগচাষীর দেহ। ব্যাপক চাঞ্চল্য কাঁকসার নয়া কাঞ্চনপুরে। তাঁকে খুন করা হয়েছে বলে আশঙ্কা স্থানীয়দের। সঠিক তদন্তের দাবিতে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান তাঁরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম চন্দ্রশেখর মন্ডল (৪৬)। মলানদিঘি ফাঁড়ির নয়া কাঞ্চনপুরের বাসিন্দা। শনিবার সন্ধ্যা থেকে চন্দ্রশেখরবাবু নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরেও খোঁজ মেলেনি।
রবিবার সন্ধ্যায় স্থানীয় এক ব্যক্তি ধান জমিতে এসে দেখতে পান এক জোড়া চটি পড়ে আছে। একটু এগোতেই তিনি উপুড় হয়ে পড়ে থাকা এক ব্যক্তির দেহ দেখতে পান। পাশে পড়ে ছিল লুঙ্গি। দেখা যায়, সেটি চন্দ্রশেখরবাবুর দেহ। গলায় ধানগাছ পেঁচানো রয়েছে। স্থানীয়দের সেকথা জানাতেই হৈচৈ পড়ে যায়। খবর পেয়ে আসে কাঁকসা থানা পুলিশ। পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পুলিশ কুকুর নিয়ে এসে তদন্ত করে ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন তাঁরা।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
মৃতের দাদা শান্তিরাম মন্ডল বলেন, “আমি শুনেছি, উত্তম হাঁড়ির একটি মোবাইল চুরির অভিযোগ উঠেছিল চন্দ্রশেখরের বিরুদ্ধে। শনিবার বিকেলে উত্তম হাড়ি এবং উত্তমের পরিবারের লোকজন ফোন করে হুমকি দেয় চন্দ্রশেখরকে। মারধর করারও হুমকি দেওয়া হয়। বাড়ি থেকে বেরিয়ে তারপরেই নিখোঁজ হয়ে যায় চন্দ্রশেখর। সারাদিন খোঁজাখুঁজি করেছি। কোনও খোঁজ পাইনি। সন্ধ্যায় স্থানীয়দের কাছ থেকে খবর পাই, চন্দ্রশেখরের দেহ পড়ে আছে নয়া কাঞ্চনপুরের ধান জমিতে। আমরা সঠিক তদন্ত চাইছি।” আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (পূর্ব) অভিষেক গুপ্তা বলেন, “মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।