দুর্গাপুর দর্পণ, ৯ মে ২০২৪: বুধবার সন্ধ্যায় দুর্গাপুরের নিউটাউনশিপ থানার অন্তর্গত সুকান্ত পল্লী এলাকায় একটি ম্যারেজ হলের পিছনে নজরে আসে পরিত্যক্ত ব্যাগ। যাকে ঘিরে আতঙ্ক ছড়ায় এলাকায়। আসে পুলিশ ও বোম স্কোয়াড। টানটান উত্তেজনা ছিল এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুকান্ত পল্লী এলাকার এই ম্যারেজ হলটি বিজেপির জেলা সহ সভাপতি মনীষা সিকদারের। সন্ধ্য়েবেলা মনীষা এই পরিত্যক্ত ব্যাগটি পড়ে থাকতে দেখেন। তিনি পুলিশকে খবর দেন। ঘটনার খবর চাউর হতেই সেখানে পৌঁছায় বিজেপি কর্মী ও স্থানীয় তৃণমূল কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে বচসা শুরু হয়। দুই দলের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরী হয়। পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে পৌঁছান বিজেপি বিধায়ক লক্ষ্ণণ ঘোড়ুই। তৃণমূল নেত্রী লাভলি রায়। দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ করেন। খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে। তৃণমূল ও বিজেপির দুই পক্ষই চরম উত্তেজনা ঘিরে গোটা এলাকা ছিল থমথমে। সকালেও গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466 )