নৈহাটি স্টেশনে বোমাতঙ্ক, হুড়োহুড়ি

দুর্গাপুর দর্পণ,নৈহাটি, ২৭ জুলাই ২০২৩: নৈহাটি স্টেশনে আপ বালিয়া এক্সপ্রেস পৌঁছাতেই বোমাতঙ্ক। তিনটি কালো প্যাকেট ঘিরে উত্তেজনা ছড়ায়।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে আরপিএফ ও জিআরপি আপ বালিয়া এক্সপ্রেস স্টেশনে ঢোকার মুখেই ট্রেনটিতে তল্লাশি চালায়। ট্রেনের নীচ থেকে তিনটি কালো কাগজে মোড়া প্যাকেট পাওয়া যায়। প্যাকেট উদ্ধারের পরেই প্ল্যাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষারত যাত্রীরা হৈ চৈ শুরু করে দেয়।
খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে। তবে প্যাকেটে কোনওরকম বিস্ফোরক পাওয়া যায় নি। আরপিএফ সূত্রে জানা গিয়েছে, প্যাকেটগুলি থেকে প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।