Breaking News. পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণ, চরম চাঞ্চল্য আরতি গ্রামে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: রবিবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর-ফরিদপুর ব্লকের আরতি গ্রামের বান পাড়ার একটি পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিস্ফোরণের জেরে বাড়ির টিনের ছাদ উড়ে যায়। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আইএনটিটিইউসি নেতা শেখ আফজলের বাড়ির পাশে পরিত্যক্ত ঘরে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে রবিবার সকাল ৬ টা নাগাদ।
আরতি গ্রামে অতীতে রাজনৈতিক সংঘর্ষের নানা ঘটনা ঘটেছে। বাম আমলেই এই গ্রামের দখল ছিল তৃণমূলের হাতে। তখন সিপিএমের সঙ্গে তৃণমূলের সংঘর্ষ হত। পরে শাসকদলের একাধিক গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় সমস্যায় পড়েছেন গ্রামের বাসিন্দারা। গ্রামের পাশেই রয়েছে অন্ডাল বিমাননগরী। বিমাননগরী লাগোয়া জমির সিন্ডিকেটের দখল নিয়ে বার বার উত্তপ্ত হয়েছে এই গ্রাম।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
পরিত্যক্ত ঘরে কে বা কারা বোমা রেখেছিল? তাদের উদ্দেশ্যই বা কী ছিল ? এই সব প্রশ্নের উত্তর খুঁজছেন গ্রামবাসীরা। ফরিদপুর (লাউদোহা) থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে। এসিপি অন্ডাল পিন্টু সাহা বলেন, “এখনও পর্যন্ত তেমন কিছু পাওয়া যায়নি। তবে বোমা বিস্ফোরণ হতে পারে বলে আমাদের প্রাথমিক অনুমান। আমরা বোম্ব স্কোয়াডকে খবর দিয়েছি। ওরা এসে তদন্ত করে দেখবে। তারপরেই জানা যাবে আসল কারণ।” তবে যেভাবে গ্রামের কয়েকজন নেতা রাতারাতি ফুলেফেঁপে উঠেছে, এক আইএনটিটিইউসি নেতার রাতারাতি বিলাসবহুল গাড়ি, জমি, বাড়ি কী ভাবে হল তা নিয়ে চর্চা চলছে গ্রামে। ( বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

