পাকিস্তানে আত্মঘাতী বিস্ফোরণ, ৫৪ জনের মৃত্যু

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১ আগস্ট ২০২৩: পাকিস্তানের (Pakistan) খাইবার পাখতুনখাওয়া প্রদেশে রাজনৈতিক সভায় বোমা বিস্ফোরণে এখন পর্যন্ত মোট ৫৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও প্রায় ১৫০ জন। এই বিস্ফোরণের পিছনে ISIS জঙ্গিগোষ্ঠীর হাত রয়েছে বলে খাইবার পাখতুনখাওয়া (Khyber Pakhtunkhwa) পুলিশের দাবি।
রবিবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের আফগান সীমান্তের কাছে খার শহরে জামিয়াত উলেমা ইসলাম-ফাজল (JUI-F) দলের সভায় আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এখন পর্যন্ত এই ঘটনায় মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই আত্মঘাতী এই হামলায় ১০ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল। #bombblastinpakistan