ভোল বদলে গেল বিআর সিং রেলওয়ে হাসপাতালের

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৭ আগস্ট ২০২৩: আরও অত্যাধুনিক হল বিআর সিং রেলওয়ে হাসপাতাল (B. R Singh Railway Hospital)। ৭৭ তম স্বাধীনতা দিবসে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অমর প্রকাশ দ্বিবেদী হাসপাতালে উন্নত Cabin Complex, অপারেশন থিয়েটারের স্টেট অফ দ্য আর্ট Vitrectomy Machine, মেডিক্যাল স্টোরে অত্যাধুনিক Walk in Cooler, আট শয্যার High Dependency Unit এবং প্যাথোলজি বিভাগে উন্নত HPLC machine এর উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন শিয়ালদহের রেলওয়ে ম্যানেজার দীপক নিগম, হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর ডঃ ইন্দ্র ঝা প্রমুখ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।