দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৬ এপ্রিল ২০২৪: শনিবার সাত সকালেই বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে নিশানা করলেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। এদিন তিনি পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের এ জোনের একটি পার্কে প্রাতঃভ্রমণে আসেন। সঙ্গে ছিলেন পান্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। কীর্তি প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে আলাপচারিতার পরে ফুটবলও খেলেন।
দিলীপ ঘোষ বর্তমানে নির্বাচনী প্রচারে আন্দামানে গিয়েছেন। সেই প্রসঙ্গ উল্লেখ করে দিলীপকে কটাক্ষ করেন কীর্তি। তিনি বলেন, বাংলার মানুষ ভদ্র। কিন্তু ঐতিহ্য, সংস্কৃতি সব নষ্ট করছে বিজেপি। দিলীপ ঘোষ সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে একেবারে আন্দামান পালিয়েছে। বিজেপির লোকেরা আমাকে বলছে, শুভেন্দু অধিকারীর লোকই হারাবে দিলীপকে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
কীর্তির এমন দাবি ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষ্মণ ঘোড়ুই বলেন, “হারার ভয়ে ভুল বকছেন উনি। দিলীপ ঘোষ রাজ্যে যেখানেই দাঁড়াবেন, সেখানেই জিতবেন। ২ লাখ ভোটে জিতবেন দিলীপ ঘোষ। বরং কীর্তি আজাদ হেরে গিয়ে ভাগলপুর চলে যাবেন। তৃণমূল নেতৃত্ব বিজেপির দাবি উ়়ড়িয়ে জানিয়েছে, কীর্তির পাশে সব সময় সাধারণ মানুষের ভিড় দেখে দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন বিজেপি প্রার্থীই। তাই তিনি নিজের কেন্দ্র ছেড়ে চলে গিয়েছেন আন্দামানে।(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
#2024loksabhaelection #kirtiazad #tmc #bardhamandurgapur #dilipghosh