You are currently viewing Asansol News: বোনের মাথায় গুলি চালিয়ে খুন করলো দাদা

Asansol News: বোনের মাথায় গুলি চালিয়ে খুন করলো দাদা

  • Post category:জেলা

দুর্গাপুর দর্পণ, আসানসোল, ১৩ সেপ্টেম্বর ২০২৩: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) আসানসোলে বুধবার দিন দুপুরে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। বোনের মাথায় গুলি করে খুন করলো দাদা। পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। পলাতক দাদাকে খুঁজছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আসানসোলের ৪৫ নং ওয়ার্ডের আসানসোল দক্ষিণ থানার গৌর মন্ডল রোডের পদ্মতলাও এলাকায় বিকাল সাড়ে ৩টা নাগাদ ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃত যুবতীর নাম কমল সোনকার (১৯)। অভিযোগ, তার দাদা বছর ২৩ এর রাহুল রিভলবার থেকে গুলি চালায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। আসেন কাউন্সিলর উদয় রায়।

স্থানীয় বাসিন্দারা জানান, এদিন বিকালে ওই বাড়ির ভিতর থেকে দু’বার বোম ফাটার মতো শব্দ শুনতে পান তাঁরা। এরপরেই তাঁরে দেখতে পান, রাহুল হাতে রিভলবার নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। বাড়িতে গিয়ে দেখেন, ঘরের দরজার কাছে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তার বোন কমল। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে।

কমলের মাথার মাঝে গুলি লেগেছিল। পুলিশ কমলকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সময় বাড়িতে আর কেউ ছিলেন না বলে জানা গিয়েছে। রিভালবার নিয়েই রাহুল বাড়িতে ঢুকে বোনের সঙ্গে অশান্তি করে গুলি চালিয়ে পালিয়ে যায় বলে জানা গিয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply