মেরে মুখ ফাটিয়ে দেওয়া হল ‘কালীঘাটের কাকু’র দাদার! কেন?

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২ জুলাই ২০২৩: মেরে মুখ ফাটিয়ে দেওয়া হল ‘কালীঘাটের কাকু’র দাদার! ভাই সুজয়কৃষ্ণ ভদ্রের (Sujay Krishna Bhadra) বিরুদ্ধে মুখ খোলার শাস্তি হিসাবেই দাদা অজয়কৃষ্ণ ভদ্রের উপরে আক্রমণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। পর্ণশ্রী থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন অজয়কৃষ্ণ। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়।
নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত সুজয়কৃষ্ণ। সম্প্রতি একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে ভাইয়ের বিরুদ্ধে মুখ খুলেছিলেন দাদা অজয়কৃষ্ণ। অভিযোগ, সেই অপরাধে এলাকার একটি ক্লাবের সদস্যরা তাঁর উপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে। তাঁর মুখ ফেটে যায়। অভিযুক্তদের শাস্তি দাবি করে লিখিত অভিযোগ করেন তিনি।