দুর্গাপুর, ৭ মে ২০২৪: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে রাজ্যের প্রথম BSNL এর 4G পরিষেবা চালু হল। দেশীয় প্রযুক্তিকে কাজে লাগিয়ে লোকসভা নির্বাচনের মুখে রাষ্ট্রায়ত্ত সংস্থা BSNL (ভারত সঞ্চার নিগম লিমিটেড) পাইলট প্রজেক্ট হিসাবে দুর্গাপুরকেই বেছে নিল 4G পরিষেবা চালুর জন্য। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাবের ৮ হাজার জায়গায় 4G পরিষেবা শুরু হয়েছে। গ্রাহক সংখ্যাও বাড়ছে।
দুর্গাপুরের গ্যামনে দুর্গাপুর ইন্ডাস্ট্রিস টেলিফোন এক্সচেঞ্জে এই পরিষেবার উদ্বোধন করেন রাজ্যের চিফ জেনারেল ম্যানেজার দেবাশীষ সরকার। তিনি বলেন, “প্রথম পর্যায়ে দেশের প্রতিটি প্রান্তে 4G পরিষেবা চালু করা হচ্ছে। ভারত সরকার চিনের প্রযুক্তি বন্ধ করে দিয়েছে। টাটার সাথে C DOT CORE নামের রাষ্ট্রায়ত্ত সংস্থা যৌথভাবে নতুন প্রযুক্তি এনেছে। সর্বোচ্চ স্পিড 40.45 MBPS। তিনি আরও জানান, ২০২৫ সালের মধ্যে দেশের এক লক্ষ জায়গায় 5G পরিষেবা চালু করা হবে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
BSNL সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের আরও ৪০ জায়গায় কাজ শেষ হলেই 4G পরিষেবা পাবেন সব গ্রাহক। দুর্গাপুরের বাসিন্দারা ঠিকঠাক পরিষেবা পেলেই সারা রাজ্য জুড়ে শুরু হয়ে যাবে কাজ। উত্তর প্রদেশ হরিয়ানা আর পাঞ্জাবের মত এ রাজ্যেও ব্যাপক সাড়া ফেলবে বিএসএনএল এর এই নতুন পরিষেবা, আশাবাদী চিফ জেনারেল ম্যানেজার। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।