September 28, 2023

শনি এবং রবিবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, ভোগান্তির আশঙ্কা

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৪ জুলাই ২০২৩: শনি এবং রবিবার একগুচ্ছ লোকাল ট্রেন (Local Train) বাতিল করা (Train cancel) হয়েছে। এর জেরে যাত্রীদের চরম ভোগান্তির আশঙ্কা রয়েছে। পূর্ব রেল জানিয়েছে, শনিবার রাত সাড়ে ৯টা থেকে রবিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত দমদম স্টেশনে লাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। তাই এই লোকালগুলি বাতিল করা হয়েছে।

পূর্ব রেল জানিয়েছে, শনিবার শিয়ালদহ (Sealdah) থেকে তিনটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়া বনগাঁ থেকে দু’টি এবং ডানকুনি থেকে একটি ট্রেন বাতিল করা হয়েছে। রবিবার শিয়ালদহ থেকে ১২টি লোকাল বাতিল করা হয়েছে। এছাড়া বনগাঁ ও ডানকুনি থেকে তিনটি করে, হাবড়া, হাসনাবাদ ও দত্তপুকুর থেকে দু’টি করে, ডানকুনি থেকে তিনটি এবং বারাসত থেকে একটি লোকাল বাতিল করা হয়েছে। রবিবার বারাসত-দত্তপুকুর লোকাল সকাল ৭টা ২ মিনিটের বদলে ৮টা ১০ মিনিটে বারাসত স্টেশন থেকে ছাড়বে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: