দুর্গাপুর: রবিবার সকালে দুর্গাপুরে দীর্ঘক্ষণ আটকে থাকল বর্ধমান-আসানসোল লোকাল ট্রেন। চরম সমস্যায় পড়লেন যাত্রীরা। ট্রেনটি রবিবার সকাল ৮টা ৩২মিনিটে বর্ধমান থেকে দুর্গাপুর স্টেশনে আসে। কিন্তু যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় ট্রেনটি দাঁড়িয়ে যায়। প্রায় ১ ঘন্টা ৪২ মিনিট ধরে দুর্গাপুর স্টেশনে ট্রেনটি দাঁড়িয়ে ছিল। মেরামতির পরে সকাল ১০টা ১০মিনিটে আসানসোলের উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। এক যাত্রী শ্রাবণী চক্রবর্তী বলেন, “ছোট বাচ্চাকে নিয়ে চরম সমস্যায় পড়েছি। ভেবেছিলাম সাড়ে ন’টার সময় আসানসোল পৌঁছে যাব। এতক্ষণ ধরে ট্রেন আটকে থাকায় বিপাকে পড়ে গেলাম।”
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।