দুর্গাপুর দর্পণ, ২৭ মে ২০২৪: গাড়িকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ধাক্কা মারল রাস্তার ধারের ইলেকট্রিক পোলে। এরপর সটান উল্টে গিয়ে পড়ল রাস্তার ধারের খালে। দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়া (Bankura) জেলার ছাতনার জলট্যাঙ্কিগোড়া এলাকায়। গাড়ির চালক সহ বাসের কয়েকজন যাত্রী জখম হন।
বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়ার পথে গাড়ি চালকের মৃত্যু হয়। মৃতের নাম শ্যামাপদ গরাই (৫২)। বাড়ি শ্যামদাসপুর এলাকায়। আহত ১৯ জন বাস যাত্রীকে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে তিনজনকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে হাসপাতাল স্থানান্তর করা হয়েছে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া থেকে বর্ধমান ভায়া বাঁকুড়া রুটের বাসটি বেপরোয়া গতিতে বাঁকুড়ার দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে আসছিল একটি গাড়ি। মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা ইলেকট্রিক পোলে ধাক্কা মেরে রাস্তায় পাশে উল্টে যায়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।