বহু বছর পরে ২২ অক্টোবর থেকে দুর্গাপুরের ডিপিএল টাউনশিপে বাস পরিষেবা চালু করছে এসবিএসটিসি। এর ফলে ডিপিএল টাউনশিপ, ডিসিএল টাউনশিপ, আশিসনগর প্রভৃতি এলাকার বাসিন্দাদের সুবিধা হবে।
একসময় ডিপিএল টাউনশিপ দিয়ে এসবিএসটিসি বাস চলত। পরে মিনিবাস চালু হয়। বন্ধ হয়ে যায় এসবিএসটিসির পরিষেবা। এদিকে যাত্রী কম হওয়ায় মিনিবাসগুলিও উঠে যায়। দু-একটি মিনিবাস চললেও তা পুরো টাউনশিপে যেত না। তাই এখানকার বাসিন্দাদের স্টেশন, গ্যামনব্রিজ বাসস্ট্যান্ড, বাজার সহ অন্যান্য জায়গায় যেতে হলে টোটো ভাড়া, অটো ভাড়া দিয়ে বা হেঁটে যাতায়াত করতে হয়।
এসবিএসটিসি দুর্গাপুরে টাউনশিপ সার্ভিস চালু করেছে দিন কয়েক আগে। চারটি বাস চালু হয়েছে। বৃহস্পতিবার থেকে আরও একটি বাস চালু হল। বাসটি ডিপিএল টাউনশিপে যাতায়াত করবে। বাস পরিষেবা চালু হওয়ার খবরে খুশি ডিপিএলের বাসিন্দারা।