IRCTC-এর নকল আইডি তৈরি করে রেলের টিকিট বিক্রির অভিযোগে ধৃত ব্যবসায়ী

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১২ আগস্ট ২০২৩: IRCTC-এর নকল আইডি তৈরি করে অবৈধভাবে রেলের টিকিট বিক্রির অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। বীরভূমের (Birbhum) ইলামবাজারের ব্যবসায়ী বাসুদেব সরকারকে গ্রেফতার করেছে পানাগড় আরপিএফ। বাজেয়াপ্ত করা হয়েছে তার কম্পিউটার, প্রিন্টার। উদ্ধার হয়েছে প্রায় চার হাজার টাকা।
শুক্রবার রাতে পানাগড় আরপিএফ থানার আধিকারিকরা অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করে পানাগড় আরপিএফ থানায় নিয়ে আসে। ধৃতকে শনিবার পাঠানো হয় আসানসোলে জেলা আদালতে। পানাগড় আরপিএফের পোস্ট ইন্সপেক্টর সঞ্জয় কুমার জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালান তারা। চক্রের সঙ্গে আর কে রয়েছে, ধৃতকে হেফাজতে নিয়ে তদন্ত হবে বলে তিনি জানান।