গুলি মাথা এফোঁড় ওফোঁড় করে বেরিয়ে গেল, চলছে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াই

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৯ আগস্ট ২০২৩: আসানসোল উত্তর (Asansol North) থানার গাড়ুইয়ের ব্যবসায়ী সুব্রত মাজির মেয়ে সোমবার রাতে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে। বাবার লাইসেন্স থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে নিজের মাথায় গুলি চালিয়ে দেয় সে। গুলি মাথা এফোঁড় ওফোঁড় করে বেরিয়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে আনা হয় দুর্গাপুরের গান্ধী মোড়ের একটি বেসরকারি হাসপাতালে।
মঙ্গলবার অস্ত্রোপচার করা হয়। কিন্তু জ্ঞান ফেরেনি। সে কোমায় চলে গিয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। হাসপাতালের আধিকারিক প্রবীর মুখোপাধ্যায় জানান, গুলি মাথার বাঁদিক দিয়ে ঢুকে ডানদিক দিয়ে বেরিয়ে যায়। রোগীর অবস্থা আশঙ্কাজনক। ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে তাকে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।