
দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১১ মার্চ ২০২৪: দেশজুড়ে কার্যকর হল সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ (CAA)। সোমবার কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি জারি করে এই আইন চালু হওয়ার কথা ঘোষণা করেছে। কিন্তু ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন এবং ২০১৯ সালের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) দুটির মধ্যে কী পার্থক্য তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে অনেকেরই মনে।
সিএএ হল, পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আসা অ-মুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আইন। সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় সরকার গেজেট নোটিফিকেশন জারি করে সেই আইন কার্যকর করল। এই আইন কার্যকরী হওয়ায় পশ্চিমবঙ্গের মতুয়াদের অনেকে আনন্দে মেতেছেন।
১৯৫৫ সালের নাগরিকত্ব আইন অনুযায়ী, কোনও ভারতীয় বংশোদ্ভূত বা ভারতীয় উপমহাদেশে জন্মানো নাগরিক নির্দিষ্ট মেয়াদের বেশি সময় এদেশে থাকলেই তাঁকে নাগরিকত্ব দেওয়া হবে। সেই আইন অনুযায়ী, নাগরিকত্ব পেতে গেলে গত ১৪ বছরের মধ্যে ১১ বছর ভারতে থাকা বাধ্যতামূলক। তাছাড়া টানা এক বছর ভারতে থাকার শর্তও রয়েছে। সেই আইনে ধর্মের কোনও উল্লেখ ছিল না।
কিন্তু ২০১৯ সালের সংশোধিত নাগরিকত্ব আইনে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। তাছাড়া এই নতুন আইনে ১১ বছরের সময়কাল কমিয়ে মাত্র ৫ বছর করা হয়েছে। এই আইন অনুযায়ী, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এদেশে আসা ধর্মীয় কারণে নির্যাতিত শরণার্থীরা ভিসা বা পাসপোর্টের মতো নথি না থাকলেও এ’দেশের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।