তিন দিনের ফুটবলার বাছাই শিবির হল উখড়া স্কুল মাঠে
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২১ জুলাই ২০২৪: কলকাতার নামি ক্লাবে খেলার সুযোগ দিতে ফুটবলার বাছাই শিবিরের আয়োজন করা হয় পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের অন্ডালের উখড়া স্কুল মাঠে। অনুর্ধ ১৩ বিভাগে ফুটবলার বাছাই করতে তিনদিন ধরে শিবির হয়।
উখড়া ফুটবল একাডেমির ব্যবস্থাপনায় ১৯ জুলাই শিবির শুরু হয়। রবিবার ছিল শিবিরের শেষ দিন। এই শিবিরে যোগ দিয়েছিল ৬০ জন অনুর্ধ ১৩ বিভাগের খুদে ফুটবলার। প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন প্রাক্তন ফুটবলার গৌরব চট্টোপাধ্যায়। একাডেমির কর্মকর্তা তথা প্রশিক্ষক শৈলেন পাল জানান, কলকাতার কয়েকটি ক্লাব এবার জেলাস্তর থেকে নিজেদের দলে ফুটবলার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
তিনি জানান, ট্রায়ালের মাধ্যমে তারা ফুটবলার নির্বাচিত করে দলে নেবে। ক্লাবগুলি জেলার বিভিন্ন ফুটবল প্রশিক্ষণ শিবির ও একাডেমির সঙ্গে যোগাযোগ করেছে। সেভাবেই উখড়া ফুটবল একাডেমির সঙ্গেও যোগাযোগ হয়। প্রশিক্ষণ দিয়ে ফুটবলারদের বাছাই করতে তিন দিনের এই শিবিরের আয়োজন করা হয়েছিল বলে জানান তিনি। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।