দুর্গাপুর দর্পণ, ১২ মে ২০২৪: প্রচারের শেষ দিন ছিল শনিবার। তবে রবিবার সকালেও বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ দুর্গাপুরের বিধাননগর এলাকায় প্রাতঃ ভ্রমণে বের হলেন। এরপর সেক্টর ২-সি শ্রী শ্রী মা আনন্দময়ী কালীমন্দিরে প্রণাম করলেন। মন্দিরে চা খেয়ে তিনি জানান, মায়ের কাছে রাজ্যের সুখ সমৃদ্ধি আর শান্তি কামনা করেন।
তিনি বলেন, “সমাজ কলুষিত, রাজনীতি কলুষিত, দুর্নীতিতে কলুষিত হয়ে গেছে সব। মা সকলকে শান্তি দিক। সুমতি দিক। বাঙালি আবার মাথা উঁচু করে দাঁড়াক দুনিয়ার কাছে। এই প্রার্থনা করেছি।” সন্দেশখালির ভিডিও নিয়ে বিতর্ক প্রসঙ্গে দিলীপ বলেন, “অনেক ভিডিও আসবে যাবে। তদন্ত চলছে আদালতের নির্দেশে। যেই এই চক্রান্ত করে থাকুক তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক।” নির্বাচনের আগে নাম না করে তৃণমূলকে আক্রমণ করে বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার যেমন তেমনই দল যার যার ভোটার দিলীপ ঘোষেরই।”
এদিন কালী মন্দিরে গিয়ে জয় শ্রীরাম ধ্বনি তোলেন দিলীপ। যা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। তৃণমূলের বক্তব্য, বাংলার কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য নিয়ে প্রশ্ন তোলেন যে দিলীপ, সেই তিনিই আজ মা কালীর মন্দিরে দাঁড়িয়ে এভাবে বাংলার সংস্কৃতিকে নষ্ট করলেন।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।