দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৩ মার্চ ২০২৪: বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বাম প্রার্থী হিসাবে সিপিএমের সুকৃতি ঘোষালের নাম ঘোষণা হওয়া মাত্রই পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে জোরদার প্রচার শুরু হয়ে গেল। শনিবার বিকালে কোকওভেন থানার অন্তর্গত সগরভাঙা কলোনিতে দলীয় প্রার্থীর সমর্থনে মিছিল করেন সিপিএম কর্মী সমর্থকরা।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
একই সাথে প্রার্থীর নাম দিয়ে দেওয়াল লিখনও শুরু হয়ে যায়। দলের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার জানান, দুর্গাপুরকে বাঁচানোর পাশাপাশি এই লোকসভা কেন্দ্রের বন্ধ কারখানা খোলা আর মানুষের পাশে থেকে লড়াই করার বার্তা দিচ্ছেন প্রচারে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।