দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৯ জুলাই ২০২৪: জাতীয় সড়কে রাস্তা পারাপার করছিল এক ভবঘুরে। একটি দ্রুত গতির গাড়ি এসে তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। দ্রুত পুলিশ গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করে। সোমবার সন্ধ্যায় পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের দুবচুড়ুরিয়া মোড়ের কাছে কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের গেটের সামনে দুর্ঘটনাটি ঘটে।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৯ নম্বর জাতীয় সড়কের আসানসোল থেকে দুর্গাপুরগামী লেনে দুর্ঘটনাটি ঘটে। মহম্মদ ইমতিয়াজ নামে এক ব্যক্তি জানান, তিনি রানিগঞ্জের দিক থেকে আসছিলেন। রাস্তায় যানজট দেখে এগিয়ে যান। দেখেন, এক ভবঘুরে রাস্তায় পড়ে যন্ত্রণায় কাতড়াচ্ছে। আর একজনের সঙ্গে মিলে তাঁরা জখম ভবঘুরেকে রাস্তার পাশে নিয়ে যান। এরপরেই পুলিশ এসে তাকে গাড়ি করে হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করে। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।