দুর্গাপুর দর্পণ, ২২ জুন ২০২৪: মাঝ রাতে সাইকেল আরোহীকে পিষে দিয়ে পালিয়ে গেল গাড়ি। চরম আতঙ্ক এলাকা জুড়ে। দুর্ঘটনার পরে প্রায় ২০ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও ঘাতক গাড়ির খোঁজ পায়নি পুলিশ। ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত ওভারলোড বালির গাড়ির যাতায়াত লেগেই আছে। রাস্তায় বাম্পার নেই। তাই ছোট গাড়িও যায় বেপরোয়া গতিতে। দুর্ঘটনা ঘটছে বারে বারে। রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন তাঁরা। শনিবার রাতে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের মহুয়াবাগান এলাকায় শনিবার গভীর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটে। মৃত্যু হয় স্থানীয় এক যুবকের। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম প্রশান্ত কর্মকার (৩৫)। ঘাতক গাড়িটির খোঁজ পেতে এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা খতিয়ে দেখছে পুলিশ। মৃত প্রশান্তের দাদা অজিতের দাবি, শনিবার রাতে সাইকেল নিয়ে বেরিয়েছিল প্রশান্ত। রাত ১টার পর দুর্গাপুরের বি-জোন ফাঁড়ির পুলিশ প্রশান্তর ফোন থেকে বাড়িতে ফোন করে জানায়, পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রশান্তর। দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দেহ।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
তাঁরা তাড়াতাড়ি বাড়ির বাইরে বেরিয়ে আসেন। তাঁরা দেখেন, মহুয়া বাগানের রাস্তা রক্তে ভেসে গিয়েছে। কোনও চারচাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে প্রশান্তর, তেমনটাই জানতে পারেন তাঁরা। তবে সেই গাড়ি এখনও ধরা পড়েনি। যে গাড়ির ধাক্কায় ভাইয়ের মৃত্যু হয়েছে সেই গাড়িটিকে ধরে গাড়ি চালকের উপযুক্ত শাস্তি ও মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করুক পুলিশ, এমনটই দাবি স্থানীয় বাসিন্দাদের। পুলিশ জানিয়েছে, ঘাতক গাড়ির খোঁজে তল্লাশি চলছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।