স্মরণে সৌমিত্র (কবিতা)
(এখানে ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন নিয়মিত আপডেট পেতে) ২০২০ সালের ১৫ নভেম্বর। আজকের দিনেই চলে গিয়েছেন মানিকবাবুর অপু। দিনটিকে স্মরণ করতে কলম ধরেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুরের হরগোবিন্দপুর গ্রামের দশম শ্রেণীর ছাত্রী অনন্যা দাস। দিনটা ২০২০’র সেই শুষ্ক বিবর্ণ হিমেল পরশ মাখানো ১৫ নভেম্বর, চার্চের সামনে বড় ঘড়িটায় তখন ১২টা ১৫। পৃথিবীও তখন…