দুর্গাপুর দর্পণ, আসানসোল, ৭ সেপ্টেম্বর ২০২২: এ বার রাজ্যের আইন মন্ত্রী (Law Minister) মলয় ঘটকের (Moloy Ghatak) বাড়িতে হানা দিল সিবিআই। কয়লা-কাণ্ডে এর আগে মন্ত্রীকে একাধিকবার ইডি তলব করেছিল দিল্লিতে। বুধবার সকালে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) আসানসোলে মন্ত্রীর বাড়িতে হানা দিল সিবিআই (CBI at Moloy Ghatak’s House)। চলছে তল্লাশি অভিযান।
জানা গিয়েছে, চেলিডাঙা সহ মন্ত্রীর তিনটি বাড়ি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানদের দিয়ে ঘিরে তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই। তবে মন্ত্রী বাড়িতে নেই। তিনি আছেন কলকাতায়। এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। তবে অন্য একটি সূত্রে জানা গিয়েছে, মন্ত্রীর কলকাতার বাড়িতেও তল্লাশি চলছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।