September 29, 2023

রাজু ঝা খুনের তদন্তভার গেল সিবিআই এর হাতে

raju jha

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৪ জুন ২০২৩: শক্তিগড়ে কয়লা মাফিয়া রাজু ঝা (Raju Jha) খুনের ঘটনায় সিবিআইকে (CBI) তদন্তভার দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High court)। ৪ মাসের মধ্যে তদন্ত শেষ করার সময় সীমা বেঁধে দেওয়া হয়েছে। এরপর রিপোর্ট জমা করতে হবে কলকাতা হাইকোর্টে।

প্রসঙ্গত, গত ১ এপ্রিল সন্ধ্যায় শক্তিগড়ে গাড়িতে বসে থাকার সময় কয়েকজন দুষ্কৃতী একটি নীল রঙের গাড়িতে করে এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর গুলি করে রাজুকে। গড়িতেই এলিয়ে পড়েন রাজু। পুলিশ কয়েকজনকে গ্রেফতার করলেও মাথাকে ধরতে পারেনি এখনও।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: